পৃথিবীর মাত্র ১২ জন মানুষের সৌভাগ্য হয়েছে চাঁদে যাওয়ার। এরা সবাই নভোচারী। বুঝতেই পারছেন সাধারণ মানুষের জন্য চাঁদে যাওয়া কতটা কঠিন।
কিন্তু চাঁদে না গিয়েও যদি চাঁদে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করা বা অনুভূতি পাওয়া যায়! হ্যাঁ, ঠিকই শুনছেন। পৃথিবীতেই চাঁদে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করা বা অনুভূতি পাবেন আপনি।
আরোও পড়ুন: কোষ্ঠকাঠিন্যে এড়িয়ে চলবেন যেসব খাবার
কোথায় মিলবে এই অভিজ্ঞতা? সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে। দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে চাঁদের আকৃতির এক রিসোর্ট। এতে থাকবে বুর্জ খলিফার মতো শো, অতিথিরা শূন্য মাধ্যাকর্ষণ অনুভব করতে পারবেন। চন্দ্রের পৃষ্ঠে হাঁটা বা রোভারে চড়ার অনুভূতি পাবেন অতিথিরা। পর্যটকদের আকৃষ্ট করতেই এটি বানানো হচ্ছে। এতে মিলবে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি।
জানা গেছে, মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথুস ও মিখায়েল আর হ্যান্ডারসন জানান, প্রস্তাবিত রিসোর্ট ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।