কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (৩০ মার্চ) বিকেলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ পরিদর্শনে যান এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেখানে চারটি বৃক্ষের চারা রোপণ করেন রাষ্ট্রপতি।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদর উপজেলায় পোঁছার পর সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।