ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তাদের গুলি করে হত্যা করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরের সীমানায় বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে বলে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের বুলেটে তিনজন নিহত হয়েছেন।’ এর আগে গত ২৫ অক্টোবর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন। একই দিন রামাল্লায় ইসরাইলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হন। এই রামাল্লাতেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত।
উল্লেখ্য, ইসরাইল সাম্প্রতিক সময়ে পশ্চিমতীরে একের পর এক রাত্রিকালীন অভিযান জোরদার করার পর সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের জন্ম দিয়ে থাকে।
সূত্র: আরব নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।