বিশ্বব্যাপী চরম খাদ্যপণ্য সংকটের মধ্যে ইউক্রেন থেকে শষ্য রফতানির উপায় বের করছে তুরস্ক। এ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করে দ্রুত একটা সমাধানে পোঁছাতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: এবারে হত্যার হুমকি পেলেন, অভিনেত্রী নীহারিকা তিওয়ারি
এরদোগান মঙ্গলবার এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো থেকে করিডোরের মাধ্যমে খাদ্যশস্য বের করে আনার বিষয়ে আলোচনা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।