অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার আরও ৩ জন কর্মকর্তা। তাদের মধ্যে দুজন জাতিসংঘ মিশনে কর্মরত বাকি একজন উচ্চ শিক্ষার ডিগ্রী অর্জনের জন্য বিদেশে আছেন।
মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বর্তমানে সুদানের দারফুন মিশনে কর্মরত হাসান মো. শওকত আলী, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (টিআর পদে) শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত বেগমক সহেলী ফেরদৌস ও পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) লিয়েনে কর্মরত বেগম শামসুন্নাহার।
এর আগে, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয় পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।