গাংনী সড়ক দুর্ঘটনায় নিহত-১
মাসুদ রানা মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোলাম হোসেন (৪২) নামে এক জন নিহত হয়েছে এ সময় সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন (৫০) আহত হন। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহত্তম মোলাম হোসেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নাটনা পাড়া গ্রামের মৃত আপিল মন্ডলের ছেলে, তৈয়জ উদ্দিন একই এলাকার মৃত আইজুউদ্দিন ছেলে।
সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন জানান আমরা দুই জন মেহেরপুর থেকে বাড়ি যাওয়ার পথে চেংগাড়া নামক স্থানে দুটি বাস একযোগে আসার কারণে আমি মাটির রাস্তায় মোটরসাইকেল নামিয়ে দিয়ে।বাস আমার পেছনে ধাক্কা দিয়ে আমাদের দুইজনকে ফেলে দেয় গোলাম বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে আহত হয় এবং তাকে উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ ফেরদৌস পারভেজ জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, বিষয়টি শুনিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত মোলামের লাস গাংনী থানায় আছে বলে জান য়াই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।