গাইবান্ধায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।
সৌরভ গাঙ্গুঁলী, গাইবান্ধা প্রতিনিধি।
গত শনিবার (১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা আরিফ-খাঁ ইউনিয়নের তাজু মিয়ার কন্যা তাসলিমা আক্তার (১৫) এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। পরে এই ছাত্রীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ।
পারিবারিক সুত্রে আত্মহননের কারণ এখনো জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।