আইন-আদালত কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এই সরকার বললেন’মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তত্ববধায়ক সরকারের বিধানটিও বাতিল করে দিয়েছে আদালত। মানুষের মৌলিক আশা আকাংখা ছিল । কিন্তু আ’লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যান্ত সুপরিকল্পিতভাবে তা হরন করে নিয়েছে।
ধারাবাহিকভাবে একটি একটি করে আইন তৈরি করে এদেশে মানুষের বাকস্বাধিনতা সবকিছু তারা হরন করে নিয়েছে।
তিনি আজ রোববার দুপুরে হাওলাদার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম আইনজীবীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।