ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাব এর আয়োজনে জায়ান্ট স্ক্রিনে চাম্পিয়ন্স লীগ ফাইনাল উদযাপিত হয়েছে। রবিবার (০২ জুন) রাত ১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে লাইভ স্কিনিং দেখানো হয়। শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন।
আয়োজক কমিটির অন্যতম পরিসংখ্যান ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র হাসান ইবনে আব্দুল আজিজ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মন কে প্রফুল্ল রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। আর ইবিতে ইতোপূর্বে এ ধরণের আয়োজনের ঘাটতি ছিল তাই তা পূরণের জন্য সামান্য প্রয়াস। খেলা শেষে রিয়াল মাদ্রিদ জয়লাভ করলে তাদের ফানবেজ আনন্দ উল্লাসে মেতে উঠে।
উল্লেখ্য, সেমিফাইনালেও দুটি লেগের খেলা জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।