যে মানুষটাকে কখনো দেখিনি।
যার পবিত্র সান্নিধ্যে কখনো থাকিনি।
যে মানুষটা আর আমার মাঝে ১৪০০ বছরের ও বেশি ব্যবধান।
যারা বোঝেনা, তাদের কেমন করে বোঝাই!!
ইয়া রসূলুল্লাহ আপনাকে কেন এতো ভালোবাসি!
যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার তাদের কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছেন কেউ কেউ তুলনা করেছে চাঁদের সাথে, এদের শব্দ তালিকায় এর চেয়ে সুন্দর শব্দ থাকলে তারা হয়তো সেই শব্দই ব্যবহার করতো।
আপনাকে কি করে না ভালোবাসি ইয়া রাসুলুল্লাহ…. যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই ১৪০০ বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমার জন্মই হয়নি! সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া রাসুলুল্লাহ আপনি কাঁদছেন কেন?
আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে… সাহাবিরা বললেন.. আমরা কি আপনার ভাই নই ইয়া রাসুলুল্লাহ?
আপনি বললেন না তোমারা আমার সাহাবি, আমার ভাই হলো তারা যাঁরা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে।
আজ আমরা আপনার উম্মতের অংশ। আপাত দৃষ্টিতে আমরা লাঞ্চিত, দুর্দশাগ্রস্ত হলেও, অথচ আপনার উম্মত হওয়া আমাদের কাছে পুরো বিশ্বের সকল সম্পদের পাওয়ার থেকেও অনেক আনন্দের।
ইয়া রাসুলুল্লাহ আপনাকে কেন এতো ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না।
ফিদাকা আবি ওয়া উম্মী ইয়া রাসুলুল্লাহ….
তবে যতটুকু আপনার ভালোবাসা প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না.. কথায় আপনাকে যতটা ভালবাসি কাজে তো ততটুকু ভালবাসতে পারি না…
আপনার সুন্নাহর অনুসরণ করি ঠিক ই কিন্তু ভিন্ন মতাদর্শের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না।
ইবাদত টা নিয়মিত করতে পারলেও ইবাদতে আপনার মতো একাগ্রতা আনতে পারি না। বাহ্যিক ভাবে আপনার অনুসরণ করলেও চারিত্রিক দিক থেকে আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না, মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে আপনার সম্মান রক্ষা করতে পারি না….
রসুলুল্লাহ .. হাবিবুল্লাহ…নাবিউল্লাহ ইয়া মুস্তফা আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নয়।
রাসূলের অপমানে যদি কাঁদেনা তোর মন।
মুসলিম নয়, মুনাফিক তুই।
রাসূলের দুশমন।
#Boycott_France_Products
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।