![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/01/PicsArt_01-22-08.04.10-400x225.jpg)
উজানটিয়ায় বেড়িবাঁধ কেটে স্লুইচ গেইট তৈরী করছে প্রভাবশালীরা
মোহাম্মদ ইউনুছ | পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার উজানটিয়ায় ঝুঁকিপূর্ণ ৩০মিটার বেড়িবাঁধ কেটে স্লুইসগেট নির্মাণ করছে প্রভাবশালীরা। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে বেড়িবাঁধের এ অংশ ভেঙ্গে লোকালয়ে সামুদ্রিক জোয়ারের পানি প্রবেশের আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, উজানটিয়ার ইউনিয়নের সোনালী বাজারসহ অন্যত্র যোগাযোগের জন্য মানুষ বেড়িবাঁধটি ব্যবহার করেন। আর বর্ষা মৌসুমে সাগরের পানি থেকে এটি তাদের রক্ষা করেন। দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ না থাকায় মানুষ চরম দূভোর্গে দিন কাটিয়েছে। সরকার গত বছরে মানুষের দূভোর্গ নিরসনে টেকসই বেড়িবাঁধটি নির্মাণ করেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চক্র বেড়িবাঁধের ২০-২৫ মিটার বেড়িবাঁধ কেটে বড় আকারের একটি স্লুইসগেট নির্মাণ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।