উপসচিব হলেন বালিয়াডাঙ্গীর কৃতি সন্তান কে. এম. আলমগীর কবির:-

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের স্কুল শিক্ষক মরহুম সৈয়দ আহমদের ছোট ছেলে কে. এম. আলমগীর কবির উপ-সচিবের কৃতিত্ব অর্জন করেছেন।

তিনি ২০শে জুন, ১৯৭৮ সালে বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ছোটসিঙ্গিয়া গ্রামে জন্মগ্রহন করেন।

শিক্ষা জীবনে তিনি লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) থেকে লেদার টেকনোলজি বিষয়ে গ্র‍্যাজুয়েশন শেষ করেন।পরে তিনি ঢাবি আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন।

তিনি ২৭তম বিসিএস-এ অ্যাডমিন ক্যাডার হিসেবে যোগদান করেন।

উপসচিব হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের

অধীনে(২০১৪-২০১৬) সালে ফলিত অর্থনীতি বিষয়ে পোস্ট গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেন এবং সর্বশেষ ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

সরজমিনে জানা যায়, অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব এডিলেইডে।

 

মোঃ আল-আমিন

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-