![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/01/PicsArt_01-11-06.42.05-400x225.jpg)
কেশবপুরের ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে
সেচ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঐকান্তিক প্রচেষ্টায় ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে গঠিত সেচ কমিটির এক মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে গঠিত সেচ কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ৪/৫ দিনের মধ্যে ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে পানি সেচ শুরু করার সিদ্ধান্ত গ্রহীত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।