সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত ) আফসানা মোস্তারীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, বিশেষ অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় করার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, সহকারী কমিশনার ভূমি মারুফ হাসান, খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আঙ্গার পাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোস্তফা শাহ্ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।