উপকরণঃচিনি ৪ কাপ, লেবুর রস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, মাখন, ক্রিম অফ টার্টার ১ চা চামচ, গোলাপ জল স্বাদ মতো/ফলের ফ্লেভার, পছন্দ মত রঙ এর ফুড কালার ২ থেকে ৩ ফোঁটা, চিনির গুঁড়ো হাফ কাপ পরিমাণ।
প্রণালীঃসসপ্যানে দেড় কাপ পানিতে চার কাপ চিনি ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। এবার প্যানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ ক্রিম অফ টার্টার ও তিন কাপ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে মিডিয়াম আঁচে জ্বাল দিতে হবে। কিছু সময় জ্বাল দিয়ে একটু পর পর নাড়লেই এটা ঘন বেটার হতে শুরু করবে। ঘন হওয়ার পর এর মধ্যে অল্প অল্প সিরা মিশিয়ে নিতে হবে। সিরা সবটুকু মিশানো হলে চুলার জ্বাল বাড়িয়ে দিতে হবে। এরপর ৩৫ থেকে ৪০ মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ৩০ মিনিট পরই বেটার জমাট বেঁধে যেতে শুরু করলে এর মধ্যে স্বাদমতো গোলাপ জল/ফরেল ফ্লেভার ও দুই থেকে তিন ফোঁটা ফুড কালার দিয়ে নাড়তে হবে। বেটার শক্ত হয়ে আসলে গরম থাকা অবস্থায় একটি পাত্রে মাখন লাগিয়ে এর মধ্যে ঢেলে নিতে হবে। এবার বেটার পাত্রে ছড়িয়ে সমান করে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে বের করে ডিলাইট ছোট ছোট পিস করে কেটে চিনির গুঁড়োর মধ্যে গড়িয়ে করে নিতে হবে। এবার এগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।