চট্টগ্রাম এর বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহযোগী ইদ্রিস আলম এর ১২তম মৃত্যু বার্ষিকী।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী,বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক ও ষাট দশকের তুখোড় ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জননেতা,ইদ্রিস আলম ভাইয়ের ১২ তম মৃত্যুবার্ষিকী।

তিনি সিটি কলেজ ছাত্র সংসদ এর সাধারণ সম্পাদক (১৯৭০-১৯৭১), মহানগর আওয়ামীলীগের (ছাত্র অবস্থায়) দপ্তর ও প্রচার সম্পাদক এবং স্বাধীনতা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্টিত ছিলেন।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল।তিনি ছিলেন রাজনীতি রাজ্যের অবিসংবাদিত নেতা চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন সংগ্রাম বিপ্লবের সহযোদ্ধা ও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

চট্টগ্রাম নগরীর সবচেয়ে অবহেলিত, অনুন্নত ও শিক্ষাবিমুখ এলাকা ছিল বৃহত্তর বাকলিয়া। এলাকাটিতে শিক্ষার আলো জ্বালানোর লক্ষ্যে তিনি স্বাধীনতা উত্তর সময়ে চর চাকতাই প্রাথমিক বিদ্যালয়, চর চাকতাই বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে ইউসেফ স্কুল প্রতিষ্ঠা করেন।চট্টগ্রামের রাজনীতির জন্য অনেক ত্যাগ ও শ্রম দিয়েছেন তিনি।