চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার পাহাড় থেকে লাশ উদ্ধার।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

নগরীর টাইগারপাস এলাকায় রাস্তার পাশের একটি পাহাড়ের পাদদেশ থেকে আবু হানিফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলশী থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, টাইগারপাস পেট্রলপাম্পের বিপরীতে পাহাড় থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।