ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার (৭ জুন) রাতে কুষ্টিয়াস্থ ইবি ক্লাবে এ সভার আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সভায় বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান , অধ্যাপক ড. রবিউল হোসেনসহ অন্য সদস্যরা।

সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদককে ঐক্যবদ্ধ করার জন্য ইবিতে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এটি কেন্দ্র ঘোষিত কমিটি। আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবেন।’