জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যগণকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

৯ই জানুয়ারী (রবিবার) সন্ধায় কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দুয়া ইউনিয়নবাসীর কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোখলেছুর রহমান খান শাহজাহান। শেখ ফখরুল আলম লিটুর সঞ্চালনায় -প্রধান অতিথি কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বক্তব্যে-জানান কেন্দুয়া ইউনিয়নে কোন অন্যায় ও দূর্নীতি হতে দেওয়া হবে না। পবিত্র ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-মাসুদুর রহমান টিক্কি, কেন্দুয়া ইউনিয়নের নব নির্বাচিত সদস্য মোঃ রকিবুল ইসলাম, মোঃ শাহীন দেওয়ানী, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল মোতালেব, মোঃ নায়েব আলী, মোঃ শাহীনুর ইসলাম, শেখ মোঃ সৈয়দুর রহমান সরকার, মোঃ কামরুজ্জামান বাবুল মোঃ আবুল হাশেম ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ বেদেনা বেগম, মোছাঃ লুৎফা বেগম, শাহিদা বেগম প্রমূখ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে শেষে আমন্ত্রিত দেশবরেণ্য সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।