আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) ক্ষণস্থায়ী লোকশিল্পে মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।
আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে তারা ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠের পূর্ব রাস্তায় ছোট-বড় সকলে মিলে আঁকছেন আলপনা ।
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে বড়দের তুলনায় ছোটরা বেশি উৎসবমুখর ভাবে কাজ করছেন।
প্রিয়া নামের এক জনের সাথে কথা বললে সে বলে প্রতি বছরের মতো আমি আজকে আলপনা আঁকছেন এসেছি অন্যবারের তুলনায় এবার অল্প লোকজন উপস্থিত হয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।
ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন সেবিষয়ে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায় না। সেদিন এবং পরদিন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউর ছাড়াও আরো অনেকে শহীদ হয়েছিলেন বলে ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন বইয়ে উঠে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।