নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ছামিনা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ দুপরের নিজবাড়ি থেকে বের হয়ে ডালিয়া গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন ছামিনা বেওয়া। পথে জুম্মাপাড়া এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ছামিনা বেওয়াকে উদ্ধার করে ডিমলা উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।