নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউপি পরিষদ নির্বাচন কে সামনে রেখে গণসংযোগ করেছেন আব্দুল মতিন ভূঁইয়া। বুধবার বিকালে উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া তাঁর নির্বাচনীয় প্রতীক তালা মার্কায় ভোট চেয়ে এ গণসংযোগ করেন।
এসময় এলাকাবাসী বলেন আব্দুল মতিন ভূঁইয়া গত নির্বাচনে নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন তাই ৩ নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে তালা মার্কায় আবারও আব্দুল মতিন ভূঁইয়া কে বিপুল ভোটে জয়যুক্ত করবে এলাকাবাসী।
এসময় আব্দুল মতিন ভূঁইয়া বলেন গত নির্বাচনের আমার নির্বাচনীয় প্রতীক ছিল তালা মার্কা আসন্ন নির্বাচনে ও তালা মার্কা পেয়েছি আমি এবারও আশাবাদী ৩নং ওয়ার্ডবাসী তালা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।