উজ্জ্বল হাসান ,সুনামগঞ্জ : কৃষক বাঁচলে বাঁচবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ-এর আহ্বানে গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ২৮ এপ্রিল বুধবার তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী ধান কাটায় অংশগ্রহণ করেন। তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমার প্রাণপিয় নেতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ ভাইয়ের আহ্বানে কৃষকের ধান কেটে দিলাম আমরা তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্যান্য কর্মসূচী ও চলমান আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।