সাগর কুমার বাড়ই ,তেরখাদা,খুলনা: ১৭ই মে সোমবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় রামমাঝি গ্রামের এরশাদুল শেখের গ্যাস চালিত সি এন জি গাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গাড়ীটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

সুত্রে জানা যায়, তেরখাদা উপজেলার অদুরে রামমাঝি গ্রামের এরশাদুল শেখের গাড়ীটি বাড়ীতে থাকা অবস্থায় আনুমানিক সকাল ৮ টার দিকে গ্যাস চালিত সি এন জি গাড়ীতে গ্যাস সিলিন্ডারটি হঠাৎ আকস্মিক বিস্ফোরনে গাড়ীটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ।

গাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গাড়ীটি সহ গাড়ীতে রাখা প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।

হতদরিদ্র এরশাদুল শেখ অনেক কষ্টে ও অক্লান্ত পরিশ্রম করে এই সি এন জি গাড়ীটি কয়েক লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করলে গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গাড়ীটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।

আজ এরশাদুল শেখ গাড়ীটি হারিয়ে নিশ্ব: হয়ে পড়েছে ।এরশাদুল শেখের সি এন জি গাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুন হঠাৎ চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এ হৃদয় বিদারক ঘটনার সংবাদ শুনে তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবার কে আর্থিক সহযোগিতা করেন।