দক্ষিণ আফ্রিকায় দুই বছরের শিশু সন্তান সহ
স্ত্রীকে খুন করে পালিয়েছে পাকিস্তানি নাগরিক

সূত্র-

নাহিদ হাসান জোহানসবার্গ

দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রদেশে নাসিম আহামদ নামে একজন পাকিস্তানি নাগরিক তার দুই বছরের শিশু সন্তান সহ নিজ স্ত্রীকে হোটেল কক্ষে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

গত বৃহস্পতিবার ১৪ জানুয়ারি প্রদেশের মহোলেরেং ও মোকোপানি নামক এলাকায় একটি হোটেল কক্ষে দুই বছরের শিশু সন্তান ও স্ত্রীকে হত্যা করে রাতের আধারে পালিয়ে যায় এই পাকিস্তানি নাগরিক।হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন,ঘটনার আগের দিন ১৩ জানুয়ারি সন্ধ্যার সময় একজন পাকিস্তানি নাগরিক তাড়াহুড়ো করে একটি প্রাইভেট কার চালিয়ে হোটেলে আসে।এই সময় তার সাথে একজন কালার্ড মহিলা ও দুই বছরের একজন শিশু সন্তান ছিলো।তাড়াহুড়ো করতে গিয়ে ঐ পাকিস্তানি নাগরিক হোটেলে নাম রেজিষ্ট্রেশন না করে একটি রুম ভাড়া করে।পরেরদিন ১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতের কোন একসময় হোটেল কক্ষে নিজ সন্তান ও স্ত্রীকে খুন করে পালিয়ে যায়।১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত রুমে অবস্থান করা লোকজনের কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিশু সহ দুইটি লাশ দেখতে পেয়ে স্হানীয় পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাটিয়ে দেয়।

এই দিকে মাহোলেরাং পুলিশ স্টেশন, খুনের দায়ে অভিযুক্ত পাকিস্তানি নাগরিক নাসিম আহামদের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে দেশের সকল পুলিশ স্টেশন সহ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে হত্যার মোটিভ উদ্ধার করতে না পরলেও পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন।