• নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক ও অাহত এক।

 

মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।

 

নড়াইলের নড়াগাতী থানার তেলিডাংগা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক কাঠাদুরা গ্রামের মো: হেমায়েত মিয়ার ছেলে মো: রবিউল ইসলাম (১৭)নামে নিহত হয়ছেন। ঐ একই গ্রামের অায়ুব মোল্লার ছেলে মো: অাকাইদ (১৬) অাহত হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৭/১১/২০২০ তারিখ : মঙ্গলবার বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় ইসলামপুর থেকে মহাজন বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: বেলাল হোসেন রবিউল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

ও আহত অাকাইদ কে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন বলেন ঘটনাটি এখনো আমি শুনি নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০