হবিগঞ্জের নবীগঞ্জে হতদরিদ্র এক যুবকের হাতে পা প্রতিবন্ধী, সে কোনো কাজকর্ম করতে পারেনা।জিবি নিউজের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিব রুহেল এর নজরে আসায় তাকে অর্থ সহায়তা প্রদান
নবীগঞ্জ প্রতিনিধিঃ
লন্ডন থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “জিবি নিউজ ২৪ ডটকম”এর উদ্যোগে নবীগঞ্জের এক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী যুবকের চিকিৎসা জন্য সাহায্যার্থে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে জিবি নিউজের মৌলভীবাজার বুর্যো প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিব রুহেল এই অর্থ সহায়তা প্রদান করেন।
এতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শেখ আব্দুল আজিজ দুদু মিয়ার পুত্র শেখ তারেক আহমেদ (২২) কে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়।
জানা যায়- শেখ তারেক আহমেদ প্রতিবন্ধী হওয়াতে সে দীর্ঘ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। তার হাতে পায়ে প্রতিবন্ধকতা জনিত সমস্যার কারণে কোনো কাজকর্ম করতে পারেনা। এমতাবস্থায় সে দিনদিন শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছে। সে আর্থিক অসচ্ছলতার জন্য চিকিৎসা নিতে পারছেনা। ফলে তার অবস্থার প্রেক্ষিতে জিবি নিউজের চেয়ারম্যান রাকিব রুহেল এর নজরে বিষয়টি পড়ে। তিনি তার চিকিৎসা সাহায্যার্থে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসেন।
এ ব্যাপারে জিবি নিউজের চেয়ারম্যান রাকিব রুহেল জানান, ছেলেটা প্রতিবন্ধী হওয়াতে কোনো কাজকর্ম করতে পারেনা শুনে আমি সত্যিই মর্মাহত। আর আমি এধরণের মানুষের মাঝে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করতে পারছি এটা আমার সব চাইতে বড় পাওয়া। পাশাপাশি দেশ- বিদেশের বিত্তবানদের প্রতি এধরণের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানাই।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানটির মৌলভীবাজার জেলার প্রধান মোফাদ আহমেদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।