শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি: সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫১ সদস্যেদের আংশিক উপজেলা কমিটি অনুমোদন করেন জেলা কমিটি। নগরকান্দা উপজেলার রতন কুমার বাড়ই কে সভাপতি ও গৌরাঙ্গ বিশ্বাস কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এটি নবগঠিত নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সভাপতি মৃণাল সরকার ও সাধারণ সম্পাদক গোবিন্দ চক্রবর্তী দপ্তর সম্পাদক বলরাম সরকার (কনক) এক স্বাক্ষরে এ অনুমোদন গৃহীত হয়।

 

এছাড়া উপদেষ্টা মন্ডলী অনন্যতম সদস্যেদের মধ্যে থাকছেন তীর্থ বিশ্বাস, রণদা প্রসাদ সরকার, বিকাশ সরকার, হরিপদ সরকার, নীলরতন কুন্ডু, নির্মল কুন্ডু।

 

সহ-সভাপতি পদে আছেন, বিজয় কৃষ্ণ দাস ভোলা, অসিত কুমার বিশ্বাস, বিপুল কুমার সরকার, বিপ্লব মন্ডল, সুদর্শন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস ( শিবু)।

যুগ্ম সদস্য সচিব পদে আছেন সনজিৎ মন্ডল, প্রধান সমন্বয়ক হিসেবে আছেন মৃদুল দাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অরূপ কুমার শীল, দপ্তর সম্পাদক দেবেন্দ্রনাথ মন্ডল, অর্থ সম্পাদক অজয় রায়, এছাড়াও আরো অন্যান্য প্রমূখ।

 

সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ মূল লক্ষ্য জ্ঞান প্রসূত ঐক্যই মহাশক্তি, এই প্রতিপাদ্য সামনে রেখে বেদ, উপনিষদ, গীতা, ইতিহাস ঐতিহ্য ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন ও বিতরণ করা।