শাহজালাল মোল্লা ফরিদপুর প্রতিনিধি:আজ ১৪ই অক্টোবর রোজ শুক্রবার বর্নিল সাজে সেজেছে ঐতিহ্য বাহী ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। “৫০ বছরপূর্তি ও সূবর্ন জয়ন্তী” অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই জমকালো অনুষ্ঠান। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর “অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, ফরিদপুর জেলা। আরো উপস্থিত ছিলেন সম্মানিত সকল ফপই অ্যালামনাই সদস্য এবং সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মোঃ সালাউদ্দিন বলেন- আমরা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এই প্রথম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে “৫০ বছর পূর্তি ও সূবর্ন জয়ন্তী” উৎসব পালিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আনন্দে উৎসবে প্রানবন্ত ও মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের চারিদিক সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই বোন ও বন্ধুদের উপস্থিতি একটি মিলনমেলার সৃষ্টি হয়েছে। এ যেনো এক অন্য রকম অনুভূতি। সম্মানিত সকল ফপই শিক্ষকদের উপস্থিতি সকলকে যেনো আরো আন্তরিক ও ভালোবাসার সৃষ্টি করেছে। শিক্ষার পাশাপাশি এমন অনুষ্ঠান ভবিষ্যতে আবারো আমাদের নতুন মেল-বন্ধনের সৃষ্টি করবে। প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি “ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশন” ও উদযাপন কমিটিকে যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। সেই সাথে যারা অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হচ্ছে। সারাদিন ব্যাপি নানা আয়োজন ও উৎসবে মুখোরিত ছিলো এই ক্যাম্পাস। সেই মনমাতানো কৌতুক অভিনেতা কাজল ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী “ঐশী” জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই “৫০ বছর পূর্তি ও সূবর্ন জয়ন্তী” উৎসব অনুষ্ঠান।