শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি আসন্ন ৫ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৩ অক্টোবর রবিবার বিকেলে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আঃ সোবহান মিয়া সঞ্চালনা করেন পুরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,
উপজেলা ভাইস-চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম সাগর, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা পুরাপাড়া ইউনিয়নের সভাপতি ও আ’লীগ কর্মী মোঃ ফিরোজ আলম জুয়েল পুরাপাড়া আ’লীগের কর্মী মোঃ আক্কাজ মাতুব্বর সহ
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী সভায় নৌকা’র প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন নির্বাচিত হলে প্রথমে নগরকান্দা কে সন্ত্রাস,মাদক মুক্ত একটি সুশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।