কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দুটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ কারখানায় কাজ করেন।
বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা না সরায় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।