অলোক মজুমদার চিতলমারী, বাগেরহাট প্রতিনিধিঃ
১১এপ্রিল বাগেরহাট জেলার ৯ উপজেলার সকল ইউনিয়নে সাধারণ নিরাচন অনুষ্ঠিত হবে। আজ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।শেষ দিনের চমক ছিলো কে কে মনোনয়ন প্রত্যাহার করে। চিতলমারী।
র ৭টি ইউনিয়নের সরকার দলীয় নৌকার ৭ মাঝির বিপরীতে ১৭টি মনোনয়ন পত্র জমা পরে।মনোনয়ন
বঞ্চিত হাই প্রোফাইলের নেতারা মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
চিতলমারী নিরাবাচন অফিসসূত্রে জানাগেছে ৭ ইউনিয়নের মধ্যে ২টিতে বিদ্রোহী কোন মনোনয়ন জমা
পড়েনি।বাকি ২ ইউনিয়নের মনোনয়ন বঞ্চিতরা মনোনয়ন ফর্ম তুলে নেত্তয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত চেয়ারম্যান ৪জন।বাকি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে হবে তুমুল প্রতিযোগীতা।৭
ইউনিয়নের সাধারণ সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হবে।আগামী কাল প্রতীক বরাদ্ধ দিবে
নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হলেন ৩নং হিজলা ইউনিয়নে তাজী
আবু শাহিন, ৪নং শিবপুর ইউনিয়নে মোঃঅলিউজ্জামান জুয়েল, ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে অর্চনা
দেবী বড়াল (ঝর্না) এবং ৭নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদে সামিয়া রহমান বিউটি।
উপজেলা নির্বাচন অফিস থেকে আরো জানা যায় ১১এপ্রিল নির্বাচন হবে বাকি ৩ ইউনিয়নে।একাধিক
প্রার্থী রয়েছে নির্বাচনের মাঠে।যদিও বিগত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোন প্রার্থী ছিলো
না।গত নির্বাচনে বিজয়ী কিন্তু মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান নির্বাচনে আছেন।
১ নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার।তার বিপক্ষে
নির্বাচন করছেন অহিদ্দুজ্জামান পান্না, ২নং কলাতলায় নৌকা প্রতীকে মোঃবাদশা শেখ,তার প্রতিদ্বন্দ্বী
বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান, আবু জাফর মোঃআলমগীর হোসেন,শেখ ফরিদ।সদর ইউনিয়নে নৌকার
প্রার্থী মোঃনিজাম উদ্দীন শেখ,তার প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃসাহেব আলী
ফরাজী।
৭ ইউনিয়নে ৬৩ সাধারণ ওয়ার্ড এবং ২১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নির্বাচন হবে।নির্বাচন অফিসার
বলেন, উপজেলায় মোট ভোটার একলক্ষ দশ হাজার আটশত ষোল(১,১০৮১৬)।নারী ভোটারের থেকে পুরুষ
ভোটার সামান্য বেশি। পুরুষ ভোটার৫৬,৯৮৪জনএবং মহিলা ভোটার৫৩৮৬৮জন।৭ইউনিয়নে অংশ গ্রহন
মূলক ভোট ১১এপ্রিল অনুষ্ঠিত হবে তার কাজ অনেকটা এগিয়ে নিয়েছে নির্বাচন অফিস এ তর্থ্য নিশ্চিত
করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃআব্দুল মজিদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।