শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে পাবলিক বাসে চড়ে ঢাকায় ফিরেছেন সংসদ সদস্য (এমপি) মতিয়া চৌধুরী।

দুই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন ধর্মীয় নেতাদের মধ্যে কম্বল বিতরণের পর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় নকলা পৌরশহর থেকে ঢাকার উদ্দেশে সোনার বাংলা নামের বাসে ওঠেন তিনি।

এসময় এভাবেই ক্যামেরায় ধরা পড়েন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ও সাবেক এ কৃষিমন্ত্রী।
তার পিএস শাহজালাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মতিয়া চৌধুরী গত বেশ কয়েকবার ধরে বাসে করেই ঢাকায় ফেরেন।