বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে আজ ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং বুটেক্স বিজনেস ক্লাবের সহযোগিতায় রোড টু এমআইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শাহ আলিমুজ্জামান। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শিল্পী আক্তার। সকাল ১১.০০ টায় বুটেক্স অডিটোরিয়ামে সেমিনারটি শুরু হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ৩৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ইকরা ইফতেখার শুভ। তিনি বর্তমানে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পি.এইচ.ডি গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি সম্পূর্ণ আলোচনা ২ টি পর্বে ভাগ করেন। প্রথমত তিনি বুটেক্স থেকে তার ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি’র (এমআইটি) যাত্রা এবং পরবর্তীতে তার গবেষণার বিষয় নিয়ে আলোচনা করেন।
ইকরা শু বলেন,’বুটেক্স থেকে আমার আগে এমআইটিতে কেউ না আসার কারনে এই যাত্রা খুব সহজ ছিলো না, তবে বুটেক্স শিক্ষার্থীরা যে কারিকুলামে পড়ছে, তার মধ্যে পাইথন ল্যাংগুয়েজ এবং অ্যাপ্লাইড ম্যাথ যোগ করলে শিক্ষার্থীরা যেকোন দেশের গবেষকদের সাথে ফাইট দিতে পারবে।
তিনি আরো বলেন,তার গবেষণার বিষয় হচ্ছে এমন একটি ডিভাইস বানানো যার মাধ্যমে আমরা ক্যান্সার কোষ সম্পর্কে অগ্রিম ধারণা পেতে পারি।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী ইকরা শুভকে প্রশ্ন করেন। তিমি ধৈর্যের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেন।
সেমিনার শেষে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানান,’ বুটেক্স বিজনেস ক্লাব বুটেক্সের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে, সেই পরিপ্রেক্ষিতে এই সেমিনারের আয়োজন। এই সেমিনারের মূল লক্ষ্য ছিলো ইকরা শুভ ভাইয়ের সাথে বুটেক্সের সেতুবন্ধন তৈরী করা, যার প্রভাবে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহজেই উচ্চশিক্ষা বিষয়ক যেকোন সমস্যায় শুভ ভাইয়ের কাছে পৌছাতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।