গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার নলডাঙ্গায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে রবিবার, মে ৯, ২০২১(২৬ শে রমজান) নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী সরকার লেবুর’সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃআলমগীর হোসেনের সঞ্চালনায়  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবিঃ দৈনিক কলম কথা

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ’সভাপতি মোঃজিয়াউর রহমান বকসী সুইট , গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃআফজাল হোসেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য মশিউর রহমান , গাইবান্ধা জেলা যুবদলের সাবেক সদস্য সফিউল ইসলাম শাপলা, নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মিলন সরকার, ছাত্রদল নেতা রুবেল হোসনে, নাজমুল, সাফি,সোহেল রানা,সজিব,লিওন প্রমুখ।

এ সময়, সকল নেতাকর্মীরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।