নিজস্ব প্রতিবেদক:-
বিনোদন কেন্দ্রের নামে (আনন্দ ভুবনে) রুম তৈরি করে অসামাজিক কার্যকলাপের মূল হোতা ম্যানেজার ময়নুল ইসলামের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার দুই গণমাধ্যমকর্মী।
খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান ও সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।
এ সময় তারা বলেন, বুধবার ২৯ জুন দুপুরে খানসামা উপজেলা প্রেসক্লাবে আনন্দ ভুবনের কতৃপক্ষ আমাদের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পুর্ণ মিথ্যা, বাবোয়াট ও ভিত্তিহীন। যার কোন উপযুক্ত প্রমাণ নাই। উক্ত সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পক্ষান্তরে সত্য ঘটনা এই যে, আমাদের কাছে দীর্ঘদিন যাবৎ খবর ছিল যে গোয়ালডিহি ইউনিয়নের আনন্দ ভুবনে বিনোদনের নামে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয় শুধু তাই নয় এখানে আসা দর্শনার্থীদের পার্কের কর্তৃপক্ষগন প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
তাই গত ২৬ জুন শুক্রবার জুমার নামাজের পরে সরেজমিনে প্রকৃত সত্য তথ্য উদঘাটনের জন্য আমরা ছদ্দবেশ ধারণ করে টিকেট কেটে ভিতরে প্রবেশ করি। কিন্তু ভিতরে গিয়ে যে খারাপ দৃশ্য আমাদের চোঁখে পড়ে সেটা মুখের ভাষায় বলতেও লজ্জা হয়। তারপরেও কিছুটা বলতেও চাই,,আমরা প্রথমে পুরো পার্ক ঘুরে দেখে অপ্রাপ্ত কপোত-কপোতিদের নোংরা কিছু ছবি এবং অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার পূর্বে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে জৈনেক দর্শনার্থীর অর্থ লেনদেনের ছবি তুলি। পরে তারা (পার্ক কর্তৃপক্ষ) আমাদের দেখে ফেলে এবং আমাদের পরিচয় জানতে চায় তখনই আমরা আমাদের পরিচয় দেই। পরিচয় জানার পরে তারা আমাদেরকে তাদের অফিসে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন কু-প্রস্তাব দেয়। আমরা তা প্রত্যাখ্যান করি অথচ তারা সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করি। এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট একটি কল্প কাহিনী। আমরা তথ্য সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার ও খানসামা থানার কর্মকর্তা এমনকি (আনন্দ ভুবনের মালিক) শাহ আবু হাসান টুটুলের সঙ্গে মোবাইলে কথা বলে অনলাইনসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করি।
তাই আনন্দ ভুবনের কতৃপক্ষ মূলত তাদের কুকর্ম ও কুকীর্তি আড়াল করার জন্য এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমরা দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে আমরা আমাদের দ্বায়িত্ব পালন করে আসছি। কিন্তু আনন্দ ভুবনের কুকর্ম ও কুকীর্তি প্রকাশিত হওয়ার কারণে তারা আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং সেই সাথে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।