পরকাল
মোঃ আবদুল্লাহ আল মামুন


*হঠাৎ একদিন শুনবে আমি পৃথিবীতে নাই,
মা বাবা আত্বীয় স্বজন কাদবেরে সবাই।

*কত মায়া কত স্মৃতি থাকবে সবি পড়ে,
শুধু আমি একা একা যাব সবি ছেড়ে।

*চলার পথে কথার মাঝে করেছি অনেক পাপ,
তাওবা করলাম ওগো প্রভু দাওনা করে মাফ।

*যেতে হবে সবাইকে কবর নামের অন্ধকার ঘরে,
কি করছো ভাব নিরালায় সারাজীবন ধরে।

*আল্লাহপাকের নেয়ামত ভোগ করো সারাদিন রাত,
তবু কেন পড়ে আছো শয়তানেরী পথ।

*এই দুনিয়া ক্ষনস্থায়ী থাকার জায়গা না,
তবে কেন মিছে মায়ায় করো বাহানা,ডাক আসিলে যেতে হবে থাকতে পারবে না।

*সময় থাকতে তাওবা করো ছেড়ে দাও পাপ,
আল্লাহ পাক কবুল করলে পেতে পারো মাফ।