![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/FB_IMG_16126059071126998-400x225.jpg)
পরকাল
মোঃ আবদুল্লাহ আল মামুন
*হঠাৎ একদিন শুনবে আমি পৃথিবীতে নাই,
মা বাবা আত্বীয় স্বজন কাদবেরে সবাই।
*কত মায়া কত স্মৃতি থাকবে সবি পড়ে,
শুধু আমি একা একা যাব সবি ছেড়ে।
*চলার পথে কথার মাঝে করেছি অনেক পাপ,
তাওবা করলাম ওগো প্রভু দাওনা করে মাফ।
*যেতে হবে সবাইকে কবর নামের অন্ধকার ঘরে,
কি করছো ভাব নিরালায় সারাজীবন ধরে।
*আল্লাহপাকের নেয়ামত ভোগ করো সারাদিন রাত,
তবু কেন পড়ে আছো শয়তানেরী পথ।
*এই দুনিয়া ক্ষনস্থায়ী থাকার জায়গা না,
তবে কেন মিছে মায়ায় করো বাহানা,ডাক আসিলে যেতে হবে থাকতে পারবে না।
*সময় থাকতে তাওবা করো ছেড়ে দাও পাপ,
আল্লাহ পাক কবুল করলে পেতে পারো মাফ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।