ময়মনসিংহ জেলার ত্রিশালে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে রোববার (১৬ মে) রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন_ আমান উল্লাহ (৩৬) বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭)।
শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা। এতে গুরুতর আহত হন পিকআপ ভ্যানচালক আকরাম হোসেন (৫০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাতে একই পরিবারের ওই ৩ জনকে নিয়ে একটি বেগুনবোঝাই পিকআপ ভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন পিকআপ ভ্যানচালক আকরাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।