![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/received_260091365522111-473x420-1-400x225.jpeg)
বেনাপোল(যশোর):
শার্শা উপজেলার জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে নাভারন-সাতক্ষীরা সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ৫ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
শনিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দাকে এই দূর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৬ ) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫ ) সকাল ৬টার দিকে সাতক্ষীরা-ঢাকা মহা-সড়কে শার্শা’র পাঁচপুকুর নামক স্থানে পৌঁছলে ঘন কুয়াশার কারনে একে অপরের দেখতে না পাওরায় সংঘর্ষটি বাঁধে।
দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ, শার্শার পুলিশ প্রশাসন ও ফাঁয়ার সার্ভিস কর্মীদের একান্ত প্রচেষ্টাই আহতদের কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।