সৌরভ গাঙ্গুঁলী, স্টাফ রিপোর্টার

রংপুরের বেশির ভাগ বেসরকারি ক্লিনিকগুলো ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কোন ভাবেই মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণের কাজ। ডাক্তারদের চেম্বারের সামনে জটলা হয়ে দাড়িয়ে গেছে কয়েক শত মানুষেরর ভীড়। তাদের অনেকেরই নেই মাক্স ও সামাজিক দুরত্ব মেনে চলার মানসিকতা। তারা শুধু একটি বার ডাক্তার দেখানোর আশায় দাড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। কতৃপক্ষের নেই কোন হস্তক্ষেপ।
চলমান করোনা মহামারীকে পিছনে ফেলে চলছে এমন ধরণের কাজগুলো। শুধু মাত্র ডাক্তারকে দেখানোর জন্য রোগীসহ রোগীর লোকের উপচে পরা ভীড়। এসব বেসরকারি প্রতিষ্ঠান গুলো কতৃপক্ষের দেখার নেই সময়। উপস্থিত এক রোগীর লোকের সাথে কথা হলে তিনি জানান যে, এখানে এমনটাই চলে প্রতিদিন। কতৃপক্ষের অবহেলার কারণে সামাজিক দুরত্ব মেনে চলার নেই কোন ব্যাবস্থা।

তবে এই যদি হয় বর্তমান রংপুরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর দৃশ্য তবে সামনে করোনা মহমারি পরিস্থিতিতে এর প্রভাব পরবে কতটা এটা ভাবার বিষয়।

সৌরভ গাঙ্গুঁলী