মহিউদ্দিন সানি।। যশোর সদর উপজেলায় রূপদিয়ায় গত দেড় মাসে চার (০৪) টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রীল কেটে ও ভেন্টিলেটর ভেঙে ল্যাপটপ,প্রজেক্টর,ফ্যান এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়েছে চোরেরা।

প্রত্যেকটি চুরির ঘটনায় স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাদী হয়ে হয়ে কোতয়ালী মডেল থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন।

গত বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে রূপদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের দক্ষিন পাশের লোহার জালানা ও গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে একটি (LENOVO) কোম্পানির ল্যাপটপ, ল্যাপটপ চার্জার, ১ টি মডেম, ১ টি পেইন ড্রাইভ, ২টি মাল্টি প্লাগ, ২ টি ক্যালকুলেটর নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য ৫০ হাজার
টাকা।
গত ৩০ অক্টোবর (রবিবার) দিবাগত রাতে পশ্চিম মুনশেফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের পিছনের জানালার গ্রীল কেটে ১টি কাঠের আলমারি, ২টি
স্টিলের আলমারি, ৪টি টেবিলের ড্রয়ার পাল্লা ভেঙে ১টি ল্যাপটপ (lenovo
B40-80), ১টি মাউস,১টি ল্যাপটপ চার্জার, ১টি ৪২ ইঞ্চি এল. ই. ডি টিভি, ১টি টিভির রিমোট, ২টি ডিজিটাল ঘড়ি, নগদ ২ হাজার টাকা, ৩টি নতুন সিলিং ফ্যান, ১টি সাউন্ড সিস্টেম, ১ টি ওয়েট মেশিন,২টি
পেনড্রাইভ, ২টি স্টিলের গামলা, ১টি ফুটবলসহ আনুমানিক ১ লক্ষ্য ১৮ হাজার ৫শ৫ টাকার মালামাল চুরি হয়েছে।
গত ২৭ অক্টোবর বৃহস্পতিবারে শাঁখারীগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের পিছন পার্শ্বের ভেন্টিলেটর ভেঙে ১ টি HITACHI প্রজেক্টর চুরি হয়েছে। যার অনুমান মূল্য ৪২ হাজার টাকা।

এর আগে গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমির শিক্ষক কক্ষের পিছনের জানালার গ্রীল কেটে বিভিন্ন
শিক্ষকদের টেবিলের ড্রয়ারের তালা ভেঙে আনুমানিক ২৫ হাজার ২ শত টাকা নিয়ে যায় চোর। এসময় অফিস কক্ষের সিসিটিভি ফুটেজে ঐ চোরকে দেখা যায়। চুরির সময় চোর নিজেই ঔ কক্ষের সিসি ক্যামেরার সংযোগ খুলে ফেলে।

মাত্র দেড় মাসের ব্যবধানে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এ ঘটনার পূর্ণাবৃত্তি ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগীরা।