লকডাউনে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে হয়রানি বাড়বে
-মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনাকে আন্তরিকভাবে নিয়ন্ত্রন করবার ও প্রতিরোধে কোন ইচ্ছাই নেই। সুবিধা নেয়াসহ হাসপাতালগুলোতে দূর্নীতির একটি বিরাট সুযোগ সৃস্টি হয়। প্রধাণমন্ত্রীর ঘোষনাকৃত প্রণোদনার টাকা লুটপাট করে খায়। আমরা বলার পরেও অন্যান্য রাজনৈতিকদলসহ কাউকে সম্পৃক্তের চিন্তাও করেনি। তা করলে সচেতনতা সৃস্টি করা সহজ হতো।
পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া এই করোনার জন্য এটা হচ্ছে আরেকটা বুমেরাং হবে। পুলিশ কি করবে আমরা জানি। মাঝখান থেকে যা হবে দেশের জনগনের হয়রানি আরো বাড়বে। সাধারণ মানুষের হয়রানি আরো বাড়বে। মানুষ খেতে পারছে না। তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো। বসে থাকবে তবে সেই ব্যবস্থা নিতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, সরকারের উদাসীনতা, অঙ্গতা, দূর্নীতিগ্রস্ত। সরকারের কখনোই করোনা নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহন করেনি। লাকডাউনের সুযোগে তারা ক্রাকডাউন করছে।
তিনি আজ সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।