লালমনিরহাটে আলী ফ্রুটস এন্ড ভেজিটেবলস কোল্ড ষ্টোরেজ-এর নির্মাণ শ্রমিকদের পাওনা টাকার দাবিতে- মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিক।
সোমবার (২৮ মার্চ) দুপুরে ইয়ার আলী-এর নির্মানাধীন উক্ত কোল্ড ষ্টোরেজের গেট চত্ত্বরে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন নির্মাণ শ্রমিকরা। এ সময় উক্ত সড়কে যানজট সৃষ্টি হলে কালীগঞ্জ পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সর্দার আল আমিন বলেন, শুরু থেকে শ্রমিকরা ওই কোল্ড ষ্টোরেজ নির্মাণের কাজ করে আসছে। কিন্তু আজকাল করে দীর্ঘদিন ধরে মজুরী দিচ্ছে না স্বত্ত্বাধিকারী ইয়ার আলী। ফলে বিক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।
আলী ফ্রুটস এন্ড ভেজিটেবলস কোল্ড ষ্টোরেজ-এর স্বত্ত্বাধিকারী ইয়ার আলী বলেন, যে পরিমান কাজ হয়েছে সেই অনুযায়ী শ্রমিকদের মজুরী পরিশোধ করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক তুহিন বলেন, ইতিপূর্বেও এই কোল্ড ষ্টোরেজের শ্রমিকদের মজুরী নিয়ে সমস্যা হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে তখন সমাধান করা হয়েছিল। সেই সমস্যা আবারও দেখা দিয়েছে।