মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রচার প্রচারণার মধ্যে লোহাগড়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমিন বেগম এর কালনা গ্রামের বেড়িবাঁধের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,
১১/১২/২০২১ তারিখ শনিবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় ৭নং লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের বেড়িবাঁধের নৌকা প্রতীকের অফিস ভাঙচুর হয়েছে। এ সময় খবর পেয়ে সরেজমিনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমিন বেগম ঘটনা স্থলে যায়,
এবং লোহাগড়া থানা পুলিশ কে ঘটনাটি জানালে লোহাগড়া থানার এস আই তৌফিক হাসান মোবাইল ১ টিম নিয়ে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন এবং তিনি বলেন কে বা কাহারা এমন জঘন্য কাজ করেছে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।
৭নং লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাজমিন বেগম কে অফিস ভাংচুর হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার নৌকার অফিস ভাংচুর হয়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানান এবং বলেন এই ঘৃণিত জঘন্য কাজ টি যাহারা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।