লঘুচাপের প্রভাবে রোববার (১৪ নভেম্বর) ঢাকাসহ দেশের প্রায় অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) নাগাদ বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। সপ্তাহ শেষে ফের এই প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন,

দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৩২ দশমিক ৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত ১৬ মিলিমিটার।