সম্প্রতি অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমি যেই শিক্ষাগুলা পেয়েছি তার মধ্যে অন্যতম শিক্ষা গুলার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব…
১.
একজন মানুষকে চলার জন্য , কিংবা অন্যদের কাছে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ২ – ৩ সেটের অধিক জামা কাপড়ের প্রয়োজন নেই…
২.
হ্যাঁ কোন প্রকার Junk ফুড না খেয়েও বেঁচে থাকা যায়.. ইভেন অন্য সময় থেকে আরো অধিক সুস্থ থাকা যায়…
৩.
বেঁচে থাকার জন্য আজ নয়তো কাল আপনার অবশ্যই রান্নাবান্না করা শেখা উচিত..এবার আপনি ছেলে হোন কিংবা মেয়ে…
৪.
অনেক ছেলে মেয়েই খুশি..পৃথিবীতে যাই হোক, তারা তাদের বাবা মাকে কিছু দিনের জন্য হলেও কাছে পেয়েছে.. মায়ের হাতের রান্না খাইতে পারতেছে..প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানকে এভাবে মাঝে মাঝে সময় দেয়া…
৫.
মানুষদের এক জায়গায় থাকার জন্য আল্লাহ তৈরি করেন নাই.. বান্দরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় না গেলে আমাদের শান্তি লাগে না..
৬.
স্বাধীনতার মূল্য কি তা ভালভাবে বুজতেছি..যা আমরা চিড়িয়াখানার প্রাণীদের থেকে নিজেদের বিনোদনের জন্য কেড়ে নিয়েছি…
৭.
স্রষ্টার তৈরি সামান্য একটা ভাইরাস সমগ্র পৃথিবীকে থামিয়ে দেয়ার জন্য যথেষ্ট..অধিকাংশ শক্তিশালী রাষ্ট্রগুলা আজকাল পারমাণবিক শক্তিকে নিজেদের শক্তিমত্তার প্রমান হিসাবে গর্ব করে বেড়ায়..অদ্ভুত ভাবে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্রগুলাই এই ভাইরাসের জন্য অধিক ক্ষতির সম্মুখীন হচ্ছে..
৮.
একটা দেশে ডাক্তার, পুলিশদের যতই অসম্মান করা হোক না কেনো দিন শেষে এরাই আমাদের কাজে আসে…
৯.
বন্ধুদের সাথে আগের মতো চাইলেই দেখা না করতে পেরে আড্ডা না দিতে পেরে আমাদের দেশের মেয়েদের একটা পেইন ভালো ভাবে উপলব্ধি করতে পেরেছি.. তারাও চাইলেই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারে না ঘুরতে পারে না পরিবার কিংবা নানা রকম কারনে..
১০.
Last but not least.We can and we will build it again. no matter what never ever lose our hope..
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।