সিরিয়ার ভুখণ্ডে ইরানের সামরিক তৎপরতা বন্ধে বা কমাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে তার প্রাসাদে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। সোমবার আরবি সংবাদ মাধ্যম এলাফ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের পক্ষে এই ঘটনা নিশ্চিত করা সম্ভব হয়নি। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

একটি উচ্চপর্যায়ের সূত্র থেকে প্রাপ্ত তথ্যের আলোকে এলাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একটি বার্তা পাঠানো হয়েছে।

সে বার্তায় আসাদকে সিরিয়ার ভেতরে ইরানি কার্যকলাপ বন্ধ করতে ও অস্ত্র হস্তান্তরের বিষয়ে সতর্ক করা হয়েছে। ইসরায়েলি যোদ্ধাদের হামলার পরবর্তি লক্ষ্যবস্তু হবে প্রেসিডেন্ট প্রাসাদ।

লন্ডনে প্রধান কার্যালয় এবং সৌদি নেতৃত্বের সঙ্গে মিশ্র সম্পর্ক রয়েছে, একই সঙ্গে সৌদি মালিকানাধীন পত্রিকা এলাফ। অতীতে ইসরাইলি কর্মকর্তারা আরব বিশ্বের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।

২০১৭ সালে আইডিএফের তৎকালীন প্রধান আইসেনকোটের সাক্ষাৎকার নিয়ে আলোচনায় আসে এলাফ। আইসেনকোট সে সময় বলেছিলেন, আইডিএফ ও সৌদি আরব গোয়েন্দা তথ্য ভাগ করে নেয়।