নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের রেলওয়ে সেতু কারখানার পাশের পুকুরে গোশল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শিশুর নাম ফাহিম হোসেন।
নিহত ফাহিম হলো সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার শামীম আহমেদের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম পরিবারের কাউকে না জানিয়ে বন্ধুদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অসাবধানবশতঃ পুকুরের গভীরে চলে যাওয়ায় এবং সে ডুবে যায়। পরে বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।