দুই বছরে ৩বার বিষ প্রয়োগের শিকার একই ব্যক্তির একই মাছের ঘের। পরপর ২বছরে ৩বার মৎস্য নিধনের ঘটনাটি ঘটেছে যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ১৩ঘরা এলাকায় বদরুজ্জামান পিন্টুর মাছের ঘেরে।
স্থানীয় সূত্রে জানা যায় ঘেরের চারা মাছ ধরার জন্য গতকাল রবিবার সকাল ৮টায় জেলে মুরাদ, তরিকুল ও হেলাল জাল নিয়ে উক্ত ঘেরে পৌছায়। তারা মরা মাছ ঘেরের পানিতে ভেসে উঠতে দেখে ঘের মালিক বদরুজ্জামানকে খবর দেয়। সাথে সাথে বদরুজ্জামান ও পরিবারের সদস্যরা ছুটে আসে ঘেরের পাড়ে। তখন চারা মাছ মারা যাওয়ার কারণ খুজতে থাকেন তারা। এর পর পানির গন্ধ ও রং পরীক্ষা করে বুঝতে পারেন কে বা কারা গভীর রাতে মাছের ঘেরে অতি মাত্রায় গ্যাস ট্যাবলেট দিয়েছে। এসময় খবর শুনে এলাকার মানুষ সেখানে ছুটে আসে। এঘটনায় ঘেরে থাকা ৪লক্ষ টাকার চারা মাছ নিধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালিক বদরুজ্জামান।
তিনি আরও জানান এর আগে ২৯/০৩/২০২০ ও ১৪/০৮/২০২১ইং তারিখে আমার একই ঘেরে বিষ প্রয়োগে মোট ৪লক্ষ টাকার ক্ষতি করেছে। এবং ১৬/০৮/২০২১ইং অজ্ঞাতনামা দূস্কৃতিকারীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেও অদ্যবদি কেউ গ্রেফতার হয়নি। কিন্তু আইনের উপর আস্থা রেখে আবারও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আর কতবার এভাবে ক্ষতিগ্রস্থ হতে হবে এলাকাবাসী ও প্রশাসনের নিকট প্রশ্ন রাখেন ঘের মালিক বদরুজ্জামান।