সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবন এলিসি প্যালেসে এ আলোচনা হয়।
ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সৌদি প্রিন্সের সঙ্গে ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তিনি প্রিন্স সালমানকে ইউরোপের জ্বালানি নিশ্চয়তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন।
তাছাড়া দীর্ঘ আলোচনায় সৌদি আরবের মানবাধিকার নিয়েও কথা বলেছেন এমানুয়েল ম্যাক্রোঁ।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর বদলে ইউরোপে গ্যাস সরবরাহ পাঁচ ভাগের চার ভাগ কমিয়ে দিয়েছে রাশিয়া।
এ কারণে আসন্ন শীতে ব্যবহার করার জন্য পর্যাপ্ত গ্যাস পাবে কিনা সেই শঙ্কায় পড়েছে ইউরোপ।
রাশিয়া ইউরোপে গ্যাসসহ বিভিন্ন জ্বালানির সরবরাহ কমিয়ে দেওয়ার পর কাজ করছে যুক্তরাষ্ট্র। ইউরোপ যেন ইউক্রেনের জন্য একতাবদ্ধ থাকে সে বিষয়টি নিয়ে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে তারা।
সূত্র: সিএনএন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।